২ হাজার পরিবারে ঢাকা জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:০২ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
রাজধানীর কড়াইল বস্তির দিনমজুর, রাজমিস্ত্রী, রিক্সাওয়ালা, ভ্যানচালক, ছুটা বুয়া ও কর্মহীনসহ খেটে খাওয়া গরীব ও অসহায় ২ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে ঢাকা জেলা প্রশাসন। শুক্রবার সকালে সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসনের উদ্যোগে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ২ কেজি আলু বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন আকবর হোসেন খান পাঠান (চিত্রনায়ক ফারুক), ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মমিন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মোহাম্মদ মাহমুদুল হক , জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, গুলশান রাজস্ব সার্কেলের এসি ল্যান্ড ও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর। ত্রাণ সহায়তা কার্যক্রমে রেডক্রিসেন্ট ঢাকা জেলা ইউনিটের সদস্যরা সহযোগিতা করেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নিম্নবিত্ত মানুষের জন্য সমগ্র ঢাকা জেলাতেই পর্যায়ক্রমে বিভিন্ন পয়েন্ট ও এলাকা নির্বাচন করে গত মাসের ২৭ তারিখ হতেই ত্রাণ বিতরণ করা হচ্ছে। ত্রাণ বিতরণকালে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়াও ৩৩৩ কল সেন্টার ও জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের কন্ট্রোল রুমের (ফোন-০২৪৭১১০৮৯১, মোবাইল-০১৯৮৭৮৫২০০৮) প্রাপ্ত ফোন কলের ভিত্তিতে এরআগে ঢাকা সিটির মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি, রায়েরবাজার, মিরপুরের আদাবর, বেগুনতলা, যাত্রাবাড়ী, লালবাগ ও মালিবাগ এলাকায় মোট ১০৩ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌছে দেয়া হয়।
আরকে/