শাহজাদপুরে বাসদ দাঁড়ালো ৬০ পরিবারের পাশে
সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত : ০৯:৫৬ পিএম, ৩ এপ্রিল ২০২০ শুক্রবার
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা শাখার উদ্যোগে করোনা প্রভাবে ক্ষতিগ্রস্ত বেকার শ্রমজীবি মানুষের মাঝে ত্রান সহায়তা দিয়েছে। শুক্রবার বিকলে পৌর এলাকার মনিরামপুর বাজারের স্থানীয় বাসদ কার্যালয় হতে ৬০ পরিবারের মাঝে চাল, ডাল, লবন ও আলু বিতরণ করা হয়।
এসময় শাহজাদপুর উপজেলা বাসদের সভাপতি এ্যাডভোকেট আনোয়ার হোসেন, সহ-সভাপতি এ্যাডভোকেট কবীর আজমল বিপুল, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আলীম, সদস্য সাগর বসাক, ছাত্রফন্ট নেতা ছানোয়ার হোসেন, প্রমুখ উপস্থিত ছিলেন। তখন তারা ত্রান নিতে আসাদের করোনা ভাইরাস সংক্রামন রোধে সরকারের ঘোষনা অনুযায়ী করণীয় বিষয়ে পরামর্শ দেন।
এ্যাডভোকেট আনোয়ার হোসেন জানান, জেলা ব্যাপী আমাদের বাসদ ত্রান তৎপরতা চালাচ্ছে। আগামীতে শাহজাদপুর উপজেলার খুকনী-জালালপুর ইউনিয়নে একই ভাবে দরিদ্র তাঁত শ্রমিকদের পাশে সহায়তা দেয়া হবে।
আরকে/