ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩০ এএম, ৫ এপ্রিল ২০২০ রবিবার | আপডেট: ১২:১৩ পিএম, ২৩ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

রমজান মাস আসন্ন। বছর ঘুরে আবারও আসছে মুসলিম জাতির জন্য অত্যন্ত পবিত্র এ মাসটি। ১৪৪১ হিজরি অর্থাৎ ইংরেজি ২০২০ সালের রমজান মাসের ক্যালেন্ডার প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

শনিবার (৪ এপ্রিল) প্রকাশিত ওই সময়সূচি অনুযায়ী, আগামী ২৫ এপ্রিল (সম্ভাব্য) থেকে শুরু হবে রমজান মাস। তবে প্রথম রোজার তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী ৯ম মাসকে পবিত্র রমজানের মাস হিসেবে পালন করে থাকে গোটা মুসলিম বিশ্ব। ইসলামের ৫টি স্তম্ভের মাঝে সাওম বা রোজা পালন ৩য়। মহিমান্বিত এ মাসে নাজিল হয়েছে মুসলিমদের ধর্মগ্রন্থ কোরআন’।

এমবি