ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

নোয়াখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলায় গুলিবিদ্ধ ৪

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৫ এএম, ৫ এপ্রিল ২০২০ রবিবার | আপডেট: ১১:২৭ এএম, ৫ এপ্রিল ২০২০ রবিবার

পূর্ব শক্রতার জেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীতে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর কাউনিয়া গ্রামের জাকের বলির বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

গুলিবিদ্ধরা হচ্ছেন, কালা মিয়ার ছেলে আবু জাকের ও তার ছেলে জহির উদ্দিন, আবুল কাসেমের ছেলে আবদুল মান্নান ও তার বোন নাজমা আক্তার।  

ভুক্তভোগীদের দাবি, স্থানীয় মোকারম, আবু ছায়েদ, পেয়ার আহমদের নেতৃত্বে এ হামলা ও গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া ঘটনাস্থল থেকে সাংবাদিকদের জানান, ‘দীর্ঘদিন ধরে দু’পক্ষের পূর্ব শক্রতা চলে আসছে। এর জের ধরেই মূলত এ হামলার ঘটনা ঘটেছে, যা আগেও হয়েছে। গুলিবিদ্ধরা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এআই/