ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা 

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ০১:২৬ পিএম, ৫ এপ্রিল ২০২০ রবিবার

রাজধানীতে প্রবেশ ঠেকাতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল। আজ রোবাবার সকাল সাড়ে ৮টার দিকে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৪ মার্চ থেকে করোনার সংক্রমণ রোধে এই রুটে সবধরনের যাত্রী পরিবহন পারাপার নিষিদ্ধ করা হয়। তবে জরুরি পণ্যবাহী যানবাহনের জন্য সীমিত আকারে চালু রাখা হয় ফেরি।

কিন্তু হঠাৎ করেই রোববার সকাল ৬টা থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সম্পূর্ণভাবে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে ঘাট সংশ্লিষ্টরা। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তা বন্ধ থাকবে বলে জানিয়েছেন তারা। 

এদিকে, এমন অবস্থায় উভয়প্রান্তে কিছু ব্যক্তিগত ছোট গাড়ি মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল নদী পারের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি সাংবাদিকদের জানান, ‘উপরের নির্দেশে আজ সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।’

এআই/