ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

নিজের জীবনের গল্পের সিনেমায় এভ্রিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪১ পিএম, ৫ এপ্রিল ২০২০ রবিবার

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় সেরার মুকুট পান জান্নাতুল নাঈম এভ্রিল। কিন্তু সেই মুকুট মাথায় বেশিক্ষণ থাকেনি। নানা নাটকীয়তায় বাতিল হয়ে যায়। এতকিছুর পরও এভ্রিল হারিয়ে যাননি। নাটক, মিউজিক ভিডিও নিয়ে সরব রয়েছেন।

এবার নিজের জীবনের গল্পের সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এভ্রিল। পরিচালক নোমান রবিন তাকে নিয়ে নির্মাণ করছেন চলচ্চিত্র ‘মিস হোও (বাজে নারী) বাংলাদেশ’। এরই মধ্যে সিনেমাটির পোস্টার প্রকাশ করা হয়েছে। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন এভ্রিল।

নোমান রবিন বলেন, ‘আমরা প্রযোজকের অপেক্ষায় আছি। তবে অনেক কাজ এগিয়ে রাখছি। গোপন ক্যামেরা দিয়ে এভ্রিলের প্রাক্তন বরের ৩ ঘণ্টা ইন্টারভিউ নেওয়া হয়েছে। এভ্রিল ও তার মা-বাবা, ভাই, এলাকাবাসীর ঘণ্টার পর ঘণ্টা ভিডিও ইন্টারভিউ রেকর্ড করা হয়েছে। অ্যাকাডেমিক সার্টিফিকেট, বয়স বাড়িয়ে নেওয়া সেই বাল্যবিয়ের কাবিননামা, ইত্যাদি কর্মযজ্ঞ করেই তবে স্ক্রিপ্ট লেখা হয়েছিল।’ 

তিনি বলেন, ‘প্রযোজক বা লগ্নিকারক অত্যন্ত দায়িত্বশীল এবং একজন ভদ্রলোক হলেও বিধিবাম; তার পরিবার এতে বাধা হয়ে দাঁড়ালো। তাই দুর্দান্ত গতিতে শুরু হওয়া প্রজেক্ট হঠাৎ আটকে গেছে! এখন প্রযোজক পেলে দ্রুত কাজ শুরু হবে।’

এসি