করোনা চিকিৎসায় সহযোগিতার জন্য চীনকে ইরানের কৃতজ্ঞতা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:১৯ এএম, ৬ এপ্রিল ২০২০ সোমবার
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি- পার্স টুডে
করোনা ভাইরাস বিরোধী লড়াই এবং অন্যান্য দেশকে এ কাজে সহায়তা করার ক্ষেত্রে চীনকে অগ্রগামী দেশ বলে অভিহিত করেছে ইরান। সেই সঙ্গে এ কাজে ইরানকে সহযোগিতা করার জন্য বেইজিংয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তেহরান। খবর পার্স টুডে’র।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি রোববার রাতে এক টুইটার বার্তায় এসব কথা উল্লেখ করে বলেন, ‘করোনা ভাইরাস নিয়ন্ত্রণে চীন সাহসিকতা ও পেশাদারিত্বের যে পরিচয় দিয়েছে তা প্রশংসনীয়।’
গেল বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ভাইরাসের উৎপত্তি হলেও পরবর্তীতে এ রোগ নিয়ন্ত্রণে বেশ সাফল্য দেখায় বেইজিং। সাম্প্রতিক সময়ে ইরানসহ বিশ্বের আরও বহু দেশকে করোনা চিকিৎসার সরঞ্জাম সরবরাহ করেছে দেশটি।
চীনের উহান শহর থেকে উৎপন্ন করোনা ভাইরাস বর্তমানে বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়েছে। এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বর্তমানে প্রায় ১৩ লাখ এবং এতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন প্রায় ৭০ হাজার মানুষ। ইরানে ৫৮ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে প্রায় ২০ হাজার ব্যক্তি সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।
এমএস/