আন্তর্জাতিক ক্রীড়া দিবস আজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ৬ এপ্রিল ২০২০ সোমবার
আজ আন্তর্জাতিক ক্রীড়া দিবস। ২০১৪ সাল থেকে সাড়া বিশ্বে অনাড়ম্বরভাবে দিবসটি পালিত হয়ে আসছে। ২০১৭ সাল থেকে বাংলাদেশেও প্রতিবছর পালিত হয় দিবসটি। তবে এবার কোন ধরনের খেলা কিংবা র্যালির আয়োজন করেনি অলিম্পিক অ্যাসোসিয়েশন।
করোনা ভাইরাসের মহামারিতে স্তব্ধ পুরো বিশ্ব। তাই এবারের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। দুই একটা দেশ ছাড়া গোটা দুনিয়ায় সবধরণের খেলাধূলা বন্ধ। তাই এবারের আন্তর্জাতিক ক্রীড়া দিবসে নেই কোন কর্মসূচি।
উল্লেখ্য, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রস্তাবে ২০১৩ সালে ৬ এপ্রিলকে ‘আন্তর্জাতিক ক্রীড়া দিবস’ ঘোষণা করে জাতিসংঘ। ২০১৪ সাল থেকে বিশ্বজুড়ে জাতিসংঘ স্বীকৃত অন্যান্য দিবসের মতো এ দিবসটি উদযাপন করা হচ্ছে।
এসএ/