সিঙ্গাপুরে নতুন ১০৬ করোনা রোগীর ৪৬ জনই বাংলাদেশি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৩৯ এএম, ৮ এপ্রিল ২০২০ বুধবার
সিঙ্গাপুরে কোভিড-১৯ আক্রান্তদের সর্বশেষ তথ্য দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। স্থানীয় সময় দুপুর বারোটা পর্যন্ত সংকলিত তথ্য অনুযায়ী দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা ১০৬, যার মধ্যে ৪৬ জন বাংলাদেশি পজিটিভ শনাক্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে বেশিরভাগ বাংলাদেশিই একসঙ্গে একই আবাসিক ভবনে থাকতেন।
এরকম তিন চারটি আবাসিক ভবন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকায় উল্লেখ করা হয়েছে।
সিঙ্গাপুরে অভিবাসী শ্রমিকের সংখ্যা ২০ লাখের বেশি। এদের বেশিরভাগই দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে সেখানে যাওয়া। এরা বেশিরভাগই কাজ করছেন নির্মাণ শিল্পে।
গাদাগাদি করে ছোট ঘরে থাকেন, একই টয়লেট ব্যবহার করেন অনেকে। কোনো কোনো আবাসিক ভবনে অস্বাস্থ্যকর পরিবেশে একটা ঘরে গাদগাদি করে ঘুমান ১২ থেকে ১৫ জন করে শ্রমিক।
বেশ কিছু আবাসিক ভবনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সেখানে শ্রমিকদের ভেতরে থাকতে বলা হয়েছে।
মঙ্গলবার থেকে সিঙ্গাপুরে শুরু হয়েছে এক মাসের লকডাউন। কর্মকর্তারা আগেই স্কুল ও অফিস বন্ধ ঘোষণা করেছেন।
কিন্তু বদ্ধ ঘরে গাদাগাদি করে বাস করা অভিবাসী শ্রমিকদের মধ্যে আশংকাজনক হারে ভাইরাসে ছড়িয়ে পড়ার খবর আসছে।
প্রসঙ্গত, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বে ৮১ হাজার ৫০০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৪ লাাখের বেশি মানুষ।
তথ্যসূত্র: বিবিসি ও আলজাজিরা।