মৌলভীবাজারে জ্বর-শ্বাসকষ্টে শিশুর মৃত্যু
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ৮ এপ্রিল ২০২০ বুধবার
নমুনা সংগ্রহকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তারা
মৌলভীবাজারে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনয়িনের কালেঙ্গায় এ ঘটনা ঘটে। চলমান করোনা পরিস্থিতির মাঝে শিশুটির মৃত্যুতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এদিকে, শিশুটির পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া। তিনি জানান, করোনা ভাইরাস সংক্রান্ত পরীক্ষার জন্য শিশুটির মরদেহ থেকে নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনলজিস্ট দল।
স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান জানান, ধীর্ঘদিন ধরেই শিশুটি শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে বাড়িতে আসে। বুধবার দুপুরে জ্বর-শ্বাসকষ্টে শিশুটি মারা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল বলেন, বুধবার দুপুরে মৃত শিশুর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট আসার পর জানা যাবে শিশুটি করোনা আক্রান্ত ছিল কিনা। তবে এই সময় পর্যন্ত সতর্কতার জন্য তার পরিবার সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
এনএস/