ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

বরিশালে জ্বর-কাশি নিয়ে যুবকের মৃত্যু

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪১ পিএম, ৮ এপ্রিল ২০২০ বুধবার

উপজেলা ৫০ শয্যা হাসপাতাল

উপজেলা ৫০ শয্যা হাসপাতাল

বরিশালের আগৈলঝাড়ায় করোনা ভাইরাসের উপস্বর্গ জ্বর, জ্বর, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে আলী আকবর (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। 

জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়ন পরিষদ সংলগ্ন পূর্ব বাগধা গ্রামের সোহরাব হোসেন মিয়ার ছেলে গোল্ডেন লাইন পরিবহনের সুপারভাইজার আলী আকবর (৩৮) মঙ্গলবার ঢাকা থেকে জ্বর, কাশি ও সর্দি নিয়ে বাড়িতে আসেন। 

এদিন তার মৃত্যুর খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আঃ রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি তার বাড়িতে উপস্থিত হয়ে ১৬টি বাড়ির প্রায় ৬০টি পরিবারকে লকডাউন করে দেন। 

উপজেলা ৫০ শয্যা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন বলেন, আলী আকবর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা তা নিশ্চিত করতে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে। তবে প্রাথমিকভাবে করোনায় আক্রান্তদের ক্ষেত্রে যেভাবে দাফন কাফনের ব্যবস্থার নিয়ম আছে সেভাবেই আলী আকবরকে দাফন করা হবে।
 
থানা অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান, করোনা সন্দেহে সরকারি নিয়ম অনুযায়ী ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দাফন কাফনের ব্যবস্থা নিশ্চিত করা হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশান ইসলাম বুধবার বিকেলে পূর্ব বাগধা গ্রামে গিয়ে অত্যন্ত কঠোরতার মধ্য দিয়ে মৃত আলী আকবরের দাফন কাফনের ব্যবস্থা করেন। এসময় বাগধা গ্রামের অন্তত ১৬টি বাড়ির ৬০টি পরিবারকে লকডাউন ঘোষণা করেন তিনি। আলী আকবরের জানাজা নামাজ শেষে আগৈলঝাড়া ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে দাফন করা হবে বলেও জানান তিনি।  

এনএস/