ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

টাঙ্গাইলে লকডাউন পালনে তৎপর প্রশাসন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ০২:৫১ পিএম, ৯ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

টানা তৃতীয় দিনের মতো করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে টাঙ্গাইলে চলছে লকডাউন। জরুরি এ অবস্থা পালনে তৎপর স্থানীয় প্রশাসন। 

লকডাউন কার্যকর করতে জেলাজুড়ে ৫৪টি চেকপোস্ট বসানো হয়েছে। শহরে বা জেলায় গণপরিবহনসহ কোন ব্যক্তি যাতে প্রবেশ করতে না পারে সেজন্য এমন সতর্ক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। পুলিশ ও র‌্যাবসহ আইন শৃঙ্খলাবাহিনী সার্বক্ষণিক কাজ করছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলে করা হচ্ছে জরিমানা। 

জেলা পুলিশ সুপার  সঞ্জিত কুমার রায় সাংবাদিকদের বলেন, ‘করোনার সংক্রমণ রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। জরুরি এ অবস্থায় ওষুধ, রোগী বহনের গাড়ি ও খাদ্য পণ্যের যান চলাচল করতে কোন বাঁধা নেই।’

এআই/