ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমান ভ্যানে দ্রব্য সামগ্রী বিক্রয়ের উদ্বোধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

প্রকাশিত : ০৪:৪৯ পিএম, ৯ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

করোনাভাইরাস প্রতিরোধে চুয়াডাঙ্গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে এলাকাবাসীকে বাজারে নয় ঘরে ঘরে পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে শহীদ হাসান চত্বরে  ভ্রাম্যমান ভ্যানে দ্রব্য সামগ্রী বিক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ ইয়া খান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ ইয়া খান  জানান জেলা প্রশাসকের নির্দেশে করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে   ভ্রাম্যমান ভ্যানে দ্রব্য সামগ্রী  বিক্রয় করার সিদ্ধান্ত নেয়া হয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয়ের জন্য বাজারে না গিয়ে ঘরে বসে ক্রয় করতে পারবে । এ জন্য  সহযোগিতা করেছেন জেলা মার্কেটিং অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,জেলা দোকান মালিক সমিতি ও কাঁচা বাজার কমিটি । 

আরকে//