ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

কুমিল্লায় বুড়িচং এ করোনায় দুই শিশু আক্রান্ত 

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ০৭:২০ পিএম, ৯ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

কুমিল্লার বুড়িচং উপজেলায় দুই ছেলে শিশু করোনায় আক্রান্ত হয়েছে। তাদের একজনের বয়স সাত বছর ও অন্যজনের বয়স চার বছর। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ও কুমিল্লার সিভিল সার্জন ডাঃ নিয়াতুজ্জামান।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরুল হাসান জানান, বুড়িচংয়ের জিয়াপুরের এক পরিবারে ছয়জনের নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে দুইটি শিশুর করোনার রিপোর্ট পজেটিভ এসেছে। ওই দুই শিশুকে তার মায়ের হেফাজতে রেখেই চিকিৎসা দেয়া হবে। জিয়াপুর গ্রামটি আজ থেকে লকডাউন করা হয়েছে। 

উল্লেখ্য, ঢাকায় করোনায় আক্রান্ত হয়ে তাদের দাদী সাহেদা খাতুনের মৃত্যু হয়। শিশুদের বাবা ও চাচার সাথে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের জিয়াপুর গ্রামে তারা চলে আসেন। মঙ্গলবার তাদের দুইটি বাড়ি লকডাউন করেছিল প্রশাসন। 

এদিকে, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৩জন রুগি ভর্তি রয়েছেনে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান।

আরকে//