শেরপুরে শিশুসহ আরও ২ জন শনাক্ত
শেরপুর প্রতিনিধি
প্রকাশিত : ১০:২০ পিএম, ৯ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
শেরপুর ম্যাপ
শেরপুরে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় এক শিশুসহ আরও ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষায় তাদের ‘কোভিড-১৯’ সংক্রমণ ধরা পড়ে।
আক্রান্তরা হলেন- ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স ড্রাইভার (৪০) এবং অন্যজন শ্রীবরদী উপজেলার সাতানী-শ্রীবরদী এলাকার ১০ বছর বয়সী এক শিশু। শিশুটি করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকা শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়ার ছেলের ঘরের নাতি।
নতুন শনাক্ত দুইজনকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হবে জানিয়ে সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ বলেন, এ নিয়ে জেলায় চার জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। শনাক্ত রোগীদের এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।
এর আগে জ্বর, ঠাণ্ডা, কাশিতে ভোগার পর সাইদুল ইসলাম (৪০) নামে একজনের মুত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে সদর উপজেলার সাতপাকিয়া মধ্যপাড়া গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। নিহত সাইদুল ইসলাম ওই গ্রামের শামসুল হকের ছেলে।
এ ঘটনার পর জেলা স্বাস্থ্য বিভাগ মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে। পাশাপাশি মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের ১৬টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
এনএস/