ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

বিশ্বব্যাপী ব্যবসা সংক্রান্ত জরিপ করবে আইসিসি ও ডব্লিউএইচও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭ পিএম, ৯ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৩৯ পিএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার

করোনার সঠিক তথ্য প্রবাহের জন্য ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স  (আইসিসি) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বব্যাপী ব্যবসা সংক্রান্ত জরীপের উদ্যোগ নিয়েছে। আইসিসি এবং হু করোনার কারণে বিশ্বব্যাপী বেসরকারী খাত যে চ্যালেঞ্জের মুখোমুখী হয়েছে তা নিরূপন করে প্রতিবেদন তৈরির জন্য জরীপের উদ্যোগ নিয়েছে।

করোনা সংকটের প্রেক্ষিতে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারীর কারণে ব্যবসা-বাণিজ্যে যে সংকট সৃষ্টি হয়েছে তা মোকাবেলায়  সমাধানের উপায় খুঁজে বের করার জন্য আইসিসি এবং হু বিশ্ব ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বেশী বেশী তথ্য পাওয়ার জন্য এ জরীপের উদ্যোগ নিয়েছে। আইসিসি এবং হু এ জরীপ অর্থনীতির বিভিন্ন খাতের তথ্য প্রবাহের উন্নয়ন ঘটাবে এবং বৈশ্বিক মহামারীর ফলে সৃষ্ট অর্থনৈতিক ও মানবিক প্রভাব কাটিয়ে উঠার জন্য একটি কাঠামো দাঁড় করাতে সক্ষম হবে। 

বেসরকারী খাতকে কোভিড-১৯ সংক্রান্ত সঠিক তথ্যাদি প্রদান এবং বিশ্বব্যাপী ব্যবসায়ী সম্প্রদায়কে নির্ভরযোগ্য দিক-নির্দেশনা প্রদানের জন্য এ জরীপটি আইসিসি এবং হু’র বিরল যৌথ প্রচেষ্টার সর্বাধুনিক পদক্ষেপ।

আরকে//