ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

বরিশালে লঞ্চে আগুন 

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১১:১৭ এএম, ১০ এপ্রিল ২০২০ শুক্রবার

বরিশাল নদী বন্দরে এমভি চন্দ্রদ্বীপ নামের একটি লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নদী বন্দরের পন্টুনে নোঙ্গর করা অবস্থায় আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি  ইউনিট ও উদ্ধারকারী নৌযান ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই লঞ্চটির নীচ ও দ্বিতীয় তলা সম্পূর্ণ অংশ পুড়ে যায়। 

ফায়ার সার্ভিস ও নদী বন্দর কর্মকর্তারা জানান, ‘বরিশাল-লক্ষীপুর নৌ রুটে নিয়মিত চলাচলকারী চন্দ্রদ্বীপ লঞ্চটির অভ্যন্তরে ভোর সাড়ে ৫টার টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, কয়েল অথবা ধুমপানের আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে। 

অগ্নিকাণ্ডে লঞ্চটির ১ম ও ২য় তলার সকল মালামাল পুড়ে গেছে। এ সময় নৌযানটির পাশে থাকা অন্যান্য নৌযান দ্রুত সরিয়ে নেয়া হয়। তবে, প্রাথমিক অবস্থায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। 

এআই/