ঢাকা, বুধবার   ২৫ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১০ ১৪৩১

নিখোঁজের ৪ দিন পরও সন্ধান মেলিনি ফেলানীর 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫৬ পিএম, ১১ এপ্রিল ২০২০ শনিবার | আপডেট: ০৭:৫৭ পিএম, ১১ এপ্রিল ২০২০ শনিবার

হিলিতে গত চারদিন ধরে ফেলানী বেগম (২৩) নামের এক বুদ্ধি প্রতিবন্ধী নারী নিখোঁজ হয়েছে। এদিকে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় জিডি করেছেন ফেলানীর বাবা।

ফেলানী বেগম হিলি সীমান্তের নন্দীপুর গ্রামের মোশাররফ হোসেনের মেয়ে। গত মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে বাড়ির সকলের অগোচরে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি।

ফেলানীর বাবা মোশাররফ হোসেন জানান, গত মঙ্গলবার বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে ফেলানি সকলের অগোচরে বাড়ির বাহিরে বের হয়ে যায়। এরপর আর সে ফিরে আসেনি। প্রতিদিন সে একা একাই বাড়ির বাহিরে গিয়ে আবারও ফিরে আসে কিন্তু সেদিন আর ফিরে আসেনি। পরে বাড়ির আশেপাশে ও বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করে তাকে কোথাও পাওয়া যায়নি তাকে। হারিয়ে যাওয়ার সময় ফেলানীর পরনে সবুজ রঙের কামিজ ছিল। পরে এঘটনায় থানায় জিডি দায়ের করেছি।

হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, এঘটনায় ফেলানির বাবা গতকাল সন্ধ্যায় থানায় একটি জিডি দায়ের করেছেন। ফেলানীর বিষয়ে সব থানায় বেতার বার্তা পৌঁছে দেয়া হয়েছে। সেই সাথে ফেলানীকে উদ্ধারে সবধরনের কাজ করছেন থানা পুলিশ।
কেআই/