ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

গাজীপুরে লকডাউন ভেঙে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ০১:১৭ পিএম, ১২ এপ্রিল ২০২০ রবিবার

গাজীপুরে লকডাউন ভেঙে ইস্ট ওয়েস্ট ফ্যাশনসহ কয়েকটি পোশাক কারখানায় বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, নগরের সাইনবোর্ড এলাকার ইস্ট ওয়েস্ট ফ্যাশন কারখানার কয়েক’শ শ্রমিক রোববার সকালে কারখানার গেটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জড়ো হয়। লকডাউন অমান্য করে জীবনের ঝুঁকি নিয়েও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করে শ্রমিকরা।

শ্রমিকরা বলছেন, তাদের গত মাসের বেতন-ভাতা এখনও পরিশোধ না করায় এবং গত দুমাস ধরে ভেঙ্গে ভেঙ্গে বেতন-ভাতা দেওয়ায় আরো কিছু পাওনা থাকায় তারা বিপাকে পড়েছেন। এই অবস্থায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

অন্যদিকে, নগরের মালেকের বাড়ি এলাকার একটি কারখানা গেটে বিক্ষোভ করে শ্রমিকরা। কর্তৃপক্ষ আগামী ২৬ তারিখ তাদের বেতন দেওয়ার আশ্বাস দিলেও সেটা মেনে নিতে রাজি হচ্ছে না তারা। পরিস্থিতি মোকাবেলায় কারখানা এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এমবি//