মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচন আজ
প্রকাশিত : ০৩:১৬ পিএম, ১১ মার্চ ২০১৬ শুক্রবার | আপডেট: ০৩:১৬ পিএম, ১১ মার্চ ২০১৬ শুক্রবার
মিয়ানমারে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটাভুটি শুরু হয়েছে।
এরইমধ্যে ভোট দিয়েছেন এনএলডি নেত্রী অং সান সুচি। প্রেসিডেন্ট পদে তিন প্রার্থীর মধ্য থেকে একজনকে বেছে নেবেন পার্লামেন্টের নির্বাচিত সদস্যরা। বাকি দুই প্রার্থী হবেন ভাইস প্রেসিডেন্ট। বৃহস্পতিবার প্রেসিডেন্ট পদে তিন প্রার্থীর নাম ঘোষণা হয়। এরমধ্যে এনএলডির দুইজন ও সামরিক বাহিনীর একজন রয়েছেন। গেলো নভেম্বরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হন নোবেল জয়ী অং সান সুচির দল এনএলডি। সাংবিধানিক বিধান অনুযায়ী বিদেশী নাগরিককে বিয়ে করায় প্রেসিডেন্ট হতে পারছেন না সুচি।