ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বরিশাল ও বানারীপাড়ায় ৬ দোকানে জরিমানা  

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ০৬:২৮ পিএম, ১৩ এপ্রিল ২০২০ সোমবার

বরিশাল মহানগরীর আমতলা, সাগরদি, রায়পাশা-কড়াপুর সহ বিভিন্ন স্থানে বরিশাল জেলা প্রশাসকের ২ টি মোবাইল কোর্ট ৪টি দোকান মালিককে ৬হাজার টাকা জরিমানা করেছে। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের সহযোগীতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। 

এ ছাড়া বানারীপাড়ায় পণ্যের মূল্য তালিকা না টানানোর কারণে দুই দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। সরকারি আদেশ অমান্য করা ও অপ্রয়োজনীয় দোকান খোলা রাখার অপরাধে এই জরিমানা করা হয়। 

এ দিকে গতকাল বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ২ রোগীর নমুনা পরীক্ষায় করোনার অস্তিত্ব মেলে। তাই জেলার করোনা ভাইরাস নিয়ন্ত্রন ও প্রতিরোধ কমিটির জরুরী সভায় বরিশালকে লকডাউন করার সিদ্ধান্ত নেন। অন্য জেলা থেকে আসা বা যাওয়া বন্ধ সহ বরিশালের উপজেলা গুলোতে একই নিয়ম, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে। তবে সকল জরুরী পরিসেবা এর আওতা মুক্ত থাকবে।

আরকে//