নড়াইলে নারীর মৃত্যু, বাড়ি ও দোকান লকডাউন
নড়াইল প্রতিনিধি
প্রকাশিত : ০৬:৪৫ পিএম, ১৩ এপ্রিল ২০২০ সোমবার
নড়াইলের লোহাগড়া উপজেলার বাতাসি গ্রামে জ্বর, গলা ব্যাথা ও কাঁশি উপসর্গে ফাতেমা বেগমের (৬৫) মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) বিকেলে তার মৃত্যুর পর ওইদিন রাতেই তাকে দাফন করা হয়েছে।
এদিকে মৃত ওই নারীর শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনায় পাঠানো হয়েছে। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত রিপোর্ট পাওয়া যায়নি।
অন্যদিকে, লোহাগড়া উপজেলার রাজুপুরের পাঁচটি বাড়ি ও একটি দোকান এবং বাহিরপাড়ার একটি বাড়িতে লাল পতাকা টানানোসহ লকডাউন করেছে প্রশাসন।
পুলিশ ও স্থানীয়রা জানান, লোহাগড়ার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের মমিনুর রহমান পিটু ঢাকায় কোম্পানিতে চাকুরি করেন। সেখান থেকে অসুস্থ হয়ে সম্প্রতি বাড়িতে আসেন তিনি। এরপর পিটু লোহাগড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রাজুপুর এলাকায় তার দুলাভাইয়ের বাড়িতে আসেন। পার্শ্ববর্তী শ্বশুরবাড়িতেও যান। বিষয়টি জানাজানি হলে পিটু রাজুপুর এলাকা ছেড়ে অন্যত্র চলে যান। পরে তার বাড়িসহ আশপাশের পাঁচ বাড়ি লকডাউন ঘোষণা করা হয়।
এনএস/