বেনাপোলে ফেনসিডিলসহ গ্রেপ্তার ২
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৫১ পিএম, ১৩ এপ্রিল ২০২০ সোমবার
করোনার ভয়াবহতায়ও কিছুতেই থামছে না সীমান্তে মাদকের কারবার। দিনদিন ভয়ংকর রুপ নিচ্ছে মাদক ব্যবসায়ীরা। ভিন্ন ভিন্ন পন্থায় চালিয়ে যাচ্ছে তাদের মাদকের ব্যবসা। বেনাপোল সীমান্ত থেকে আবারও ৭০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকালে বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলো, বেনাপোল পোটর্ থানার পুটখালি গ্রামের আলীর ছেলে লিটন (২৫) ও খড়িডাঙ্গা গ্রামের কামাল হোসেনের পুত্র মিকাইল (২০)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই আলমগীর হোসেন বেনাপোলের খড়িডাঙ্গা মাঠে অভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের যশোর আদালতে
পাঠানো হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত ৪ দিনে শার্শা ও বেনাপোলে ২৬৬ বোতল ভারতীয় ফেনসিডিল ও দুটি মোটরসাইকেলসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও বিজিবি সদস্যরা। আর পলাতক আসামি করা হয়েছে ৩ মাদক ব্যবসায়ীকে।
কেআই/