প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি ৩৬ লাখ টাকা দিল ঢাবি
ঢাবি সংবাদদাতা
প্রকাশিত : ১১:৫৬ পিএম, ১৫ এপ্রিল ২০২০ বুধবার
মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ অনুদান দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ বুধবার ১ কোটি ৩৬ লাখ ৯৩ হাজার ৩শ ৮০ টাকার অনুদানের একটি চেক ত্রাণ তহবিলে হস্তান্তর করেন।
করোনা ভাইরাস বিপর্যয়-উত্তরণে এই মানবিক সহায়তা অনুদানের মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দুই দিনের বেতনের সমপরিমান অর্থ ৬৫ লক্ষ টাকা, কর্মকর্তাদের এক দিনের বেতনের সমপরিমান অর্থ ১৫ লক্ষ টাকা এবং পহেলা বৈশাখে আবাসিক হলসমূহের আপ্যায়ন খরচের অর্থ ৫৬ লক্ষ ৯৩ হাজার ৩ শত ৮০ টাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে উপাচার্য আনুষ্ঠানিকভাবে এই অনুদানের চেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার মুখ্য সচিবের কাছে হস্তান্তর করেন উপাচার্য। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামূল হক ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএস/আরকে/