ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

ঢাকার যেসব এলাকায় করোনা ছড়িয়ে পড়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৯ এএম, ১৬ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৪২ এএম, ১৬ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার

দিন দিন দেশে বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। তবে স্বাস্থ্য অধিদপ্তরের ১৫ এপ্রিলের তথ্যমতে, দেশে একদিনে সর্বাধিক করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ২১৯ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের। এ নিয়ে সর্বমোট মারা গেছেন ৫০ জন এবং সংক্রমিত হয়েছেন এক হাজার ২৩১ জন।

বাংলাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে রাজধানী ঢাকায়। এক হাজার ২৩১ জনের মধ্যে ঢাকা শহরে ৫১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

ঢাকার যেসব এলাকায় ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস :

এসএ/