ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ২১ ১৪৩১

শনিবার বসছে সংসদ অধিবেশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:০০ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার | আপডেট: ০৫:০৫ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার

সংসদ অধিবেশন চলছে- পুরোনো ছবি

সংসদ অধিবেশন চলছে- পুরোনো ছবি

সাংবিধানের নিয়ম রক্ষায় একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন বসছে আগামীকাল শনিবার। এ দিন বিকেল ৫টায় অধিবেশন বসবে। তবে করোনা ভাইরাসের কারণে অধিবেশনের সময়সীমা ৬০ মিনিট এর মতো রাখা হতে পারে বলে জানা যায়। একই সঙ্গে সমাগম এড়াতেও নানা পদক্ষেপ নিয়েছে সংসদ।

আজ শুক্রবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। অধিবেশন কক্ষে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সদস্যরা বসবেন। কোরাম (৬০) পূর্ণ হলেই অধিবেশন শুরু হবে। 

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, ‘সংসদে সমাগম এড়াতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাতে কম হয় তাও নিশ্চিত করা হবে। প্রয়োজন নেই এমন কর্মকর্তা-কর্মচারীদের আসতে মানা করা হবে।’

এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ কার্যদিবসের মধ্যে আবার সংসদ বসার বাধ্যবাধকতা সংবিধানে রয়েছে। সর্বশেষ ষষ্ঠ অধিবেশন শেষ হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। সেই হিসেবে ১৮ এপ্রিলের মধ্যে সংসদের অধিবেশন বসতে হবে।

জানা যায়, এখন ঢাকায় আছেন এমন এমপিদেরকেই শুধু সংসদে যাওয়ার উৎসাহ দেয়া হবে। একই সঙ্গে সংসদ অধিবেশন মুলতবি জুন পর্যন্ত রাখা যায় কি না সে বিষয়েও চিন্তা ভাবনা চলছে।

অন্যদিকে অধিবেশনের সংবাদ সংগ্রহ করতে না যাওয়ার জন্য আগেই সাংবাদিকদের অনুরোধ করা হয়েছে।

এমএস/এসি