যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৭ লাখ ছাড়ালো, মৃত্যু ৩৭ হাজার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৫৭ এএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার
করোনার থাবায় সবচেয়ে কঠিন মুহূর্ত পার করছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে আক্রান্ত ও মৃত্যুর মিছিল।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আড়াই হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা। এতে করে ট্রাম্পের দেশে মৃত্যুর মিছিল বেড়ে ৩৭ হাজার ১৫৪ জনে ঠেকেছে।
অপরদিকে, এ সময়ে আরও সাড়ে ৩৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। ফলে, মৃত্যুপুরী আমেরিকায় সংক্রমিতের সংখ্যা বেড়ে ৭ লাখ ৯ হাজার ৭৩৫ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার হার অত্যন্ত কম। এখন পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন সাড়ে ৬০ হাজার মানুষ।
গোটা যুক্তরাষ্ট্রজুড়েই নাজুক অবস্থা। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থায় বৃহত্তম শহর নিউ ইয়র্ক। সেখানে এখন পর্যন্ত ২ লাখ প্রায় ৩৪ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৭ হাজারের বেশি। এর মধ্যে শতকের বেশি বাংলাদেশিও রয়েছে। রাজ্যটিতে ইতিমধ্যে আগামী ৩ মে পর্যন্ত লকডাউনের ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন।
দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন সংকটাবস্থায়ও অর্থনীতির চাকা সচল করার চেষ্টা করছেন। তবে, তা কতটা কাটিয়ে উঠা সম্ভব হবে তা নিয়ে বিশেষজ্ঞরা বেশ চিন্তিত।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, গত বছরের ডিসেম্বরে চীনের উহানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর বাংলাদেশ সময় আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ২২ লাখ হাজার ৫০ হাজার ৭৫১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১ লাখ ৫৪ হাজার ১৪৫ জনের। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫ লাখ ৭১ হাজার ১৪৫ জন।
এদিকে করোনায় মৃতে দ্বিতীয় সর্বোচ্চস্থানে থাকা ইতালিতে মৃতের সংখ্যা ২২ হাজার ৭৪৫ জনে পৌঁছেছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ প্রায় ৭২ হাজার ৪৩৪।
আক্রান্তে যুক্তরাষ্ট্রের পরেই থাকা স্পেনে ১ লাখ প্রায় ৯০ হাজার মানুষ সংক্রমিত হয়েছেন। যেখানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০ হাজার।
এআই/