ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

কুমিল্লায় ৩১ জনের করোনা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫০ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার | আপডেট: ১২:৫২ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার

কুমিল্লার সিভিল সার্জনের কার্যালয়- একুশে টেলিভিশন

কুমিল্লার সিভিল সার্জনের কার্যালয়- একুশে টেলিভিশন

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এই প্রথম কারও শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩১ জন। যাদের মধ্যে মৃত্যু হয়েছে এক জনের বলে নিশ্চিত করেছেন কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান। 

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার (১৮ এপ্রিল) পর্যন্ত করোনায় আক্রান্ত এমন সন্দেহে ৪৫৬ জন ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে কোভিড-১৯ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যাদের মধ্যে ২৯৬ জনের পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে ৩১ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। 

জেলায় এ পর্যন্ত কোয়ারেন্টিন থাকা ব্যক্তির সংখ্যা ৪ হাজার ৭৩০ জন। ইতোমধ্যে ৩ হাজার ৩৬৩ জনের কোয়ারেন্টিন শেষ হয়েছে এবং বাকি রয়েছেন ১ হাজার ৩৪৮ জন। 

এমএস/