ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক গ্রেফতার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত : ০৪:৩২ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার
ফেসবুকের সেই মন্তব্য ও আটক যুবক পরিতোষ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে বাজে মন্তব্য (কটূক্তি) করায় পরিতোষ কুমার সরকার নামের অনার্স পড়ুয়া এক হিন্দু যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে তাকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দিলে তাকে থানায় নিয়ে আসা হয়। পরিতোষ উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের সাতানী হাইল্লা গ্রামের পূর্ণ চন্দ্রের ছেলে।
স্থানীয়রা জানান, পরিতোষ লালমনিরহাট জেলার একটি কলেজ থেকে অর্থনীতি বিষয়ে অনার্সে পড়ে। সে ফেসবুকে ইসলাম ও নবী (স.)-কে নিয়ে বাজে মন্তব্য করায় এলাকার শতশত লোকজন তাকে ঘেরাও করে। পরে পুলিশে সোপর্দ করা হয়।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবির জানান, আলোকিত বাজিতপুর নামে একটি ফেসবুক পেজে একটি পোস্টের নিচে ইসলাম ধর্ম নিয়ে বাজে মন্তব্য করে পরিতোষ। বিষয়টি স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিলে তারা কালিগঞ্জ বাজারে ওই ছেলেকে ধাওয়া করে। পরে ছেলেটি দৌড়ে গিয়ে কালিগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবনে আশ্রয় নেয়। খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের পর এলাকার পরিবেশ শান্ত হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
এনএস/