ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

উপনির্বাচনে বিজয়ী ৩ জন শপথ নিলেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:৫৭ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার | আপডেট: ০৬:০৬ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার

একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে বিজয়ী ৩ জন শপথ গ্রহণ করেছেন। বিজয়ীরা হলেন- ঢাকা ১০ আসনে আওয়ামী লীগ থেকে বিজয়ী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে জয়ী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) অ্যাডভোকেট আমিরুল আলম মিলন।

আজ শনিবার বিকাল সাড়ে ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে নিরাপদ দূরত্ব বজায় রেখে তাদের শপথ বাক্য পাঠ করান। স্বল্প পরিসরে শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

গত ২১ শে মার্চ একাদশ জাতীয় সংসদের এসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঢাকা-১০ আসনে ইভিএমে ভোট হয়। অন্যদিকে গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচন হয় ব্যালেটের মাধ্যমে। করোনা পরিস্থিতির কারণে শপথ দেরিতে অনুষ্ঠিত হয়।

এসি