এই মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো বড় দায়িত্ব : তাহসান
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৩০ এএম, ১৯ এপ্রিল ২০২০ রবিবার
এক মাসেরও বেশি সময় ধরে হোম কোয়ারেন্টাইনে আছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান। এ সময়ে ঠিকমতো ঘুম হচ্ছে না বলে জানালেন তিনি। মাঝেমধ্যে পিয়ানো আর কি-বোর্ড নিয়ে বসেন সময় কাটাতে। তবে মানুষের পাশে দাঁড়ানো এই মুহূর্তে বড় দায়িত্ব বলে জানালেন এই তারকা।
তাহসানের বাসা বনানীতে। কিন্তু তিনি ১৪ মার্চ থেকে কোয়ারেন্টাইনে আছেন পরীবাগে মায়ের বাসায়। এ সময়ের মধ্যে দু-একবার বাজার করতে বের হয়েছেন, তা ছাড়া সারাক্ষণ বাসাতেই রয়েছেন। টানা ১২ দিন বাসা থেকে বের হননি, এমনটি আগে কখনোই হয়নি এই তারকার। পরিস্থিতির কারণেই বাসায় থাকতে হচ্ছে, এটাই এখন সবচেয়ে নিরাপদ। এমনটা জানালেন তিনি।
বাসায় কেমন কাটছে দিন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঠিকমতো ঘুমই হচ্ছে না! মাঝেমধ্যে পিয়ানো, কি-বোর্ড নিয়ে বসি। তবে এই অবস্থায় গান করা খুব কঠিন, মন টানে না। বিদেশি শিল্পীদের দেখে বাসায় বসে কনসার্টের বিষয়ে উৎসাহী হয়েছিলাম। পরে বুঝলাম, গানের প্রতি মানুষের মনোযোগ এখন কম। তবে আমার ইন্সটাগ্রামে পিয়ানো বাজিয়ে পছন্দের কিছু ইংরেজি গান কভার করে প্রকাশ করেছি। সম্প্রতি জনপ্রিয় ৬ ইংরেজি গান কভার করেছি। সঙ্গে পিয়ানোও বাজিয়েছি। সেগুলোর প্রশংসা করেছেন অনেকেই।’
এই তারকা শিল্পী আরও বলেন, ‘মাঝেমধ্যে মাকে সহযোগিতা করছি। মাছ, মুরগি রান্না করছি। নানা বিষয়ে পড়ছি। অনলাইনে কিছু কোর্স করেছি। ভালো ভালো কিছু গান, নাটক ও সিনেমা উপভোগ করছি।’
তাহসান বলেন, ‘মানুষের পাশে দাঁড়ানো এই মুহূর্তে আমাদের বড় দায়িত্ব। তবে এ বিষয়ে কথা বলাটা আমার ভালো লাগে না। এ পর্যন্ত ১০-১২টি ফান্ডে অর্থ সহায়তা দিয়েছি। তবে টাকা পাঠানোও এখন ঝামেলার। কারণ দোকানগুলো বন্ধ। তবু সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। এখন সবচেয়ে বেশি খোঁজখবর রাখতে হবে আশপাশের মানুষের। পরিচিত এমন অনেকে আছেন যারা সংকটে আছেন, কিন্তু কারও কাছে চাইবেন না। আমাদের উচিত নিজে উদ্যোগী হয়ে তাদের সাহায্য করা। এ কাজটিই করার চেষ্টা করছি।’
ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সবাইকে ধৈর্য ধরতে হবে, করোনাভাইরাস থেকে বাঁচতে হলে নিয়ম মেনে চলতে হবে। একে অপরের দোষ খুঁজে বেড়ালে চলবে না। সবাইকে একতাবদ্ধ হয়েই এই দুর্যোগ মোকাবিলা করতে হবে।’
এসএ/