নোবিপ্রবিতে করোনা`র তথ্যভিত্তিক ওয়েব অ্যাপ্লিকেশন উদ্বোধন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৩৮ পিএম, ১৯ এপ্রিল ২০২০ রবিবার
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) করোনাভাইরাসের তথ্য সম্বলিত কৃত্রিম বুদ্ধিভিত্তিক 'ওয়েব অ্যাপ্লিকেশন' এর উদ্বোধন করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম অনলাইনে এর উদ্বোধন করেন। উদ্বোধনের সময় অনলাইনে সংযুক্ত ছিলেন নোবিপ্রবি সিএসটিই বিভাগের সহকারী অধ্যাপক কৌশিক চন্দ্র হাওলাদার এবং এমআইএস বিভাগের প্রভাষক শাহরিয়ার সেতু।
উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের প্রচেষ্টাকে আমরা সবসময় সাধুবাদ জানাই। এ সফটওয়্যারের মাধ্যমে মহামারি কোভিড-১৯ সংক্রান্ত অনেক তথ্য একসাথে পাওয়া যাবে এবং যার মাধ্যমে সবাই উপকৃত হবে।
শাহরিয়ার সেতু এবং কৌশিক চন্দ্র হাওলাদার এর তত্ত্বাবধানে এ অ্যাপ্লিকেশন প্রস্তুত করতে সহায়তা করেন নোবিপ্রবি আইসিই বিভাগের শিক্ষার্থী মো.খলিল, মো. জানে আলম, সিএসটিই বিভাগের শিক্ষার্থী মাকসুদ আলম রনি, নাহিদ হাসান এবং আইসিটি ডিভিশনের সহকারী প্রোগ্রামার আহমেদুর রহমান শোভন।
প্রসঙ্গত, মূলত ডাটা এবং এপিআই নিয়ে কাজটি করা হয়েছে। মেশিন লার্নিং এলগরিদম ব্যবহার করে আউটব্রেক প্রেডিকশন মডেল তৈরি হয়েছে যা ফোরকাস্টিং এর কাজ করবে। ফলে এর মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ ও বিশ্বের অন্যান্য দেশগুলোতে করোনা ভাইরাস সংক্রমণ এবং এর ফলে প্রাণহানির সংখ্যা কেমন হতে পারে তা জানা যাবে। অতিশীঘ্রই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বলিত একটি চ্যাটবট এই অ্যাপ্লিকেশন এর সাথে সংযুক্ত করা হবে। যার মাধ্যমে কোভিড-১৯ সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবে এই অ্যাপ্লিকেশন।ওয়েব পোর্টালের ঠিকানা (www.corona.nstu.edu.bd)।
কেআই/