ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

বাংলাদেশ এবং ভারত সরকারের মধ্যে প্রায় ২৫ কোটি টাকার অনুদান চুক্তি সই

প্রকাশিত : ০৭:৩২ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার | আপডেট: ০৭:৩২ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার

সিলেট সিটি কর্পোরেশনের শিক্ষা ও পরিবেশ উন্নয়নের জন্য বাংলাদেশ এবং ভারত সরকারের মধ্যে প্রায় ২৫ কোটি টাকার একটি অনুদান চুক্তি সই হয়েছে। শুক্রবার দুপুরে সিলেটের সার্কিট হাউজে এ চুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমিনুল হক এবং ভারত সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত সে দেশের হাই কমিশনার হর্ষবর্ধণ শ্রীংলা চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এছাড়া উভয় দেশের উর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।