ঢাকা, বুধবার   ২৫ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ১০ ১৪৩১

নিজের সম্মানী ভাতা বিলিয়ে দিলেন এক মুক্তিযোদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:১৯ পিএম, ২০ এপ্রিল ২০২০ সোমবার | আপডেট: ০৫:৫৯ পিএম, ২০ এপ্রিল ২০২০ সোমবার

সরকারের পাশাপাশি করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন এনজিও, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং ব্যক্তি উদ্যোগে ইতিমধ্যেই কর্মহীন অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রীসহ নগদ অর্থ বিতরণ অব্যাহত আছে। ঠিক এই সময়ে এগিযে এসেছেন নওগাঁর ধামইরহাট উপজেলার চকযদু গ্রামের মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন সিদ্দিকী।

১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছেন। ঠিক একইভাবে এই দুঃসময়ে তাঁর ভাতার টাকায় অসহায়দের মাঝে বিতরণ করে কিছুটা হলেও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। সোমবার সকাল ৯টায় জেনান চাউল কল চত্তরে এলাকার ১'শ জন দরিদ্র ও অসহায় মানুষের প্রত্যেককে ১৫০ টাকা করে নগদ অর্থ বিতরণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, ধামইরহাট পৌরসভার কাউন্সিলর আব্দুল হাকিম, চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক ও অবসর সেনা সদস্য সংস্থার সভাপতি আব্দুল হাকিম মন্ডল, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম হোসেন, ওয়ার্ড আ’লীগ নেতা আজিজুল ইসলাম বাবু,প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মালেক প্রমুখ।
 
মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন সিদ্দিকী বলেন, অনেকে খাদ্য সামগ্রী টুকটাক পাচ্ছে, কিন্তু তাদের নগদ অর্থেরও প্রয়োজন হতে পারে, সে বিষয়টি চিন্তা করে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। সমাজে আরও যারা বিত্তশালী আছেন, তাদের আহবান জানাব তারা যেন যার যার সাধ্যমত দেশের এই ক্রান্তিকালে কর্মহীন ও অসহায়দের পাশে দাঁড়ায়। 
কেআই/