বিএনপির গুরুত্বপূর্ণ পদ থেকে বাদ পড়বেন নিস্ক্রিয় নেতারাঃ গয়েশ্বর চন্দ্র
প্রকাশিত : ০২:০৭ পিএম, ১১ মার্চ ২০১৬ শুক্রবার | আপডেট: ০৩:২৩ পিএম, ১১ মার্চ ২০১৬ শুক্রবার
নিস্ক্রিয় নেতারা দলের গুরুত্বপূর্ণ পদ থেকে বাদ পড়বেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার সকালে কর্মজীবী দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এ’কথা বলেন তিনি। অন্য অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনেও সরকার ভোট কারচুপির সব প্রস্তুতি শেষ করেছে।
কর্মজীবী দলের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এবারের কাউন্সিলে দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে।
এদিকে, ফটোজার্নাালিষ্ট এসোসিয়েশনে আলোচনার আয়োজন করে ২০ দলীয় জোটের শরিক লেবার পার্টি। বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, সরকার সব ধরণের নির্বাচনকে তামাশায় পরিণত করেছে।
সব দলের অংশগ্রহনে শিগগিরই সুষ্ঠু এবং নিরপেক্ষ জাতীয় নির্বাচনেরও দাবি জানান বিএনপির এই নেতা।