খুলনায় শুরু হয়েছে বিদেশি পাখির প্রদর্শনী
প্রকাশিত : ১২:৩৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ১২:৩৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার
খুলনায় প্রথমবারের মতো শুরু হয়েছে বিদেশি পাখির প্রদর্শনী। শুক্রবার দুপুরে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে দুই দিনব্যাপী এই প্রদর্শনী শুরু হয়। প্রদর্শনীর আয়োজক খুলনা এভিকালচার বার্ড ব্রিডার্স সোসাইটি।
চারদিকে রং-বেরঙের পাখির কিচির মিচির। এমন দৃশ্য এখন খুলনা প্রেসক্লাব মিলনায়তনে।
পাখি দেখতে ভীড় করছে বিভিন্ন বয়সের মানুষ। তবে, শিশুদের আনন্দ যেন একটু বেশি।
প্রদর্শনীতে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের পাখি প্রদর্শন করা হচ্ছে। এরমধ্যে রয়েছে ম্যাকাউ, গ্রে প্যারোট, সান কনুর, জাভা স্প্যারো, লরিকেট, রোজিলা, পাইনাপেল কনুর, কাকাতুয়া, র্যাম্প, টার্কোজিয়ান, সাদা ও হলুদ টিয়া, বদরিকাসহ অসংখ্য প্রজাতির বিদেশি পাখি।
যারা পাখি ভালোবাসে, তারা কখনোই খারাপ কাজে যুক্ত হতে পারে না বলে মনে করেন আয়োজকরা।