২০২১ সালের মধ্যে প্রযুক্তি খাতে ৫ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানির আশা প্রযুক্তি প্রতিমন্ত্রীর
প্রকাশিত : ০৩:২২ পিএম, ১১ মার্চ ২০১৬ শুক্রবার | আপডেট: ০৩:২২ পিএম, ১১ মার্চ ২০১৬ শুক্রবার
২০২১ সালের মধ্যে বাংলাদেশ প্রযুক্তি খাতে ৫ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করবে বলে আশা প্রকাশ করেছেন প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার উদ্বোধনী আয়োজনে এ’কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকার শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির প্রচলন করেছে। আন্তর্জাতিক প্রযুক্তি বিষয়ক সম্মেলন ইউসার পরবর্তী আয়োজক হিসেবে বাংলাদেশকে প্রস্তাব করায় দেশের প্রযুক্তি বিষয়ক উন্নয়ন আরো দ্রুত হবে বলেও জানান প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়র ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আগামীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘরে বসেই ক্লাস করতে পারবে।