ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

ধরিত্রী দিবসে গুগলের বিশেষ ডুডল প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৪ এএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার

আজ বিশ্ব ধরিত্রী দিবস। দিবসটি উপরক্ষ্যে বিশেষ ডুডল প্রকাশ করেছে ইন্টারনেট সার্চ জায়ান্ট গুগল। এর আগে কয়েকদিন ধরে করোনায় যেসব চিকিৎসক, বিজ্ঞানী, শিক্ষক, সমাজকর্মী ও যারা প্রয়োজনীয় জিনিসপত্র ও পরিসেবা দিচ্ছেন তাদের সম্মান জানাতে বিশেষ ডুডল প্রকাশ করে এসেছে গুগল।

করোনা ভাইরাস নিয়ে বিশ্বের চিকিৎসাকর্মীদের হার্ট ইমোজি দিয়ে একরাশ ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছে গুগলের বিশেষ ডুডল। এরপর ধারাবাহিকভাবে এ সময় যে যে সংস্থা ও সেবাদানকারীরা সেবা দিয়ে আসছে তাদের কর্মীদের মনোবল আরও বাড়িয়ে তুলছে গুগল নতুন নতুন ডুডলে প্রকাশ করেছে।

গুগল বলেছে, বিশ্বব্যাপী মানব সম্প্রদায়ের ওপর করোনার সংক্রমণ রুখতে মানুষ একে অপরের দিকে আগের চেয়ে অনেক বেশি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে যারা আমাদের প্রাণ বাঁচাচ্ছেন, তাদের নতুন করে চিনতে, জানতে ও সম্মান জানাতে একটি ডুডল সিরিজ চালু করেছি আমরা। 

এর মাধ্যমে চিকিৎসক, বিজ্ঞানী, শিক্ষক, সমাজকর্মী ও যারা প্রয়োজনীয় জিনিসপত্র ও পরিসেবা দিচ্ছেন তাদের সম্মান জানায় গুগল।
এসএ/