ইমরান খানের করোনা পরীক্ষা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৪০ পিএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক করে বাড়ি ফিরেই করোনার উপসর্গ দেখা দিয়েছিল দেশটির ইধি ফাউন্ডেশনের ফয়জল ইধির দেহে। গত ১৫ এপ্রিলের ইমরানের সঙ্গে সাক্ষাৎ করেন ফয়জল ইধি। আর তারপরেই করোনা পজিটিভ ধরা পড়ে তার দেহে।
স্বাভাবিকভাবেই ইমরান খানের করোনাভাইরাসের পরীক্ষা এবং কোয়ারান্টাইন প্রয়োজনীয় হয়ে পড়ে। ইমরান খানের করোনা পরীক্ষার রিপোর্ট ২৪ ঘণ্টার মধ্যেই পাওয়া যাবে। খবর এনডিটিভির
এর আগে ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক শওকত খানম মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালের সিইও ফয়জল সুলতান সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর কোভিড-১৯ পরীক্ষা করা হবে।
সুলতান বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের করোনাভাইরাসের পরীক্ষা করা হবে যাতে সকলেই জানতে পারেন তিনি তার দেশের একজন সচেতন নাগরিক। আমরা সমস্ত নিয়মই পালন করব। নিয়ম অনুযায়ী করোনাভাইরাস সংক্রামিত কোনও ব্যক্তির সঙ্গে দেখা সাক্ষাৎ করলে সেই ব্যক্তিকে সেলফ আইসোলেশনে থাকতে হবে।
এর আগে ফয়জল ইধির পুত্রে সাদ স্থানীয় এক সংবাদপত্রকে জানান, ১৫ এপ্রিল ইসলামাবাদে ইমরান খানের সঙ্গে এক বৈঠকে উপস্থিত ছিলেন তার বাবা। ওই সভা শেষের কিছুক্ষণ পর থেকেই বাবার শরীরে করোনার উপসর্গ দেখা দিতে থাকে।
পাকিস্তানে মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ জন মানুষের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ওই দেশে এখন মৃতের সংখ্যা ১৯২, আর সংক্রামিতের সংখ্যা প্রায় ১০ হাজারের কাছাকাছি।
এমবি//