ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

সাভারে কৃষকের ধান কেটে দিলেন সাবেক চেয়ারম্যান

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৫২ পিএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার

সারা দেশের মতো সাভারে চলতি বোরো মৌসুমে ধান কাটার দিন মজুর সংকটের কারণে বিপাকে পড়েছেন উপজেলার কাউনদিয়া ইউনিয়নের  কৃষকেরা। তাই বিপাকে পড়া কৃষকদের সহযোগিতায় আজ বুধবার সকালে দলীয় নেতাকর্মীদেকে সাথে নিয়ে ধান কেটে দিলেন সাভারের  কাউনদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান।

বরো মৌসুমে দিন মুজুর না পাওয়ায় বিপাকে পরা কৃষকদের পাশে দারিয়ে ধান কেটে দেয়ায় ওই এলাকার অনান্য কৃষকেরা সন্তোষ প্রকাশ করেছে।
এসময় কাউনদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান বলেন, বরো মৌসুমে কৃষকেরা এখন ধান কাটতে না পারলে কিছু দিনের মধ্যেই বৃষ্টির পানিতে তলিয়ে যাবে।

করোনা মহামারিতে গাড়ি না চলার  কারনে  দিন মুজুরেরা আসতে পারছেনা তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি বরো মৌসুমে বিপাকে পরা কৃষকদের  ধান কেটে দেয়ার। 
এসময় তিনি আরো বলেন, বরো মৌসুমে কৃষকেরা যদি ধান ঘরে না তুলতে পারে তাহলে দেশে খাদ্য সংকট দেখা দিবে। তাই দেশে খাদ্য সংকট এরাতে বরো মৌসুমে বিপাকে পরা আরো অনান্য কৃষকদের ধান কেটে সহযোগিতা করবেন বলে জানান তিনি।

আরকে//