কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত
প্রকাশিত : ০৫:৪৭ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার | আপডেট: ০৫:৪৭ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার
কক্সবাজারের চকরিয়া ও রামুতে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আহত অন্তত ৭ জন।
সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত হয় ৪ জন। আহত হয় অন্তত ৭ জন। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া, রামুর রশিদনগরে পিকআপ চাপায় নিহত হয়েছেন এক পথচারী।