সরাইলে ত্রাণের দাবীতে ফের বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত : ০৭:২৭ পিএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বুধবার সকালে ত্রাণের দাবীতে বিক্ষোভ করেন শতাধিক নারী পুরুষ। তারা ত্রাণ না পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ছুটে আসে। তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার সেনাবাহিনীর সহযোগিতায় বিক্ষুব্ধ লোকদেরকে ডাকবাংলা গেইটের ভিতর নিয়ে সুশৃঙ্খলভাবে নগদ তিনশত করে টাকা দিয়ে বিদায় করেন।
উল্লেখ্য গত মঙ্গলবার সকালে শ্রমিক লীগের কয়েকজন নেতাকর্মী ত্রাণের দাবীতে ইউএনও অফিস ঘেরাও করে পরে ইউএনও”র আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করে।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ,এস,এম, মোসা জানান, আমাদের কাছে জিআর ফান্ডের নগদ অর্থ পঞ্চাশ হাজার টাকা ছিল, এ টাকা থেকে ১৬৩ জনকে তিনশত টাকা নগদ বিতরণ করে দিলাম। আমাদের চাউল বিতরণ আজ শেষ হয়ে যাবে। আমাদের কাছে এখন আর কোন ত্রাণ থাকবে না, যদি পরে ত্রাণ আসে তাহলে আবার বিতরণ করতে পারব।
আরকে//