ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৭ ১৪৩১

চলনবিলে কৃষকদের ধান কেটে দিলেন নাটোরের ডিসি

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৮ পিএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার

দেশের খাদ্য ভান্ডার খ্যাত চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া উপজেলায় পাকতে শুরু করলেও শ্রমিক সংকটের মধ্যে ধান কাটা শুরু হয়েছে। বুধবার উপজেলার সরাবাড়ি এলাকায় বোরো ধান কাটা শুরু হলে ওই এলাকা পরিদর্শনে যান নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। শ্রমিক সংকটে স্থানীয়দের ধানকাটতে  উৎসাহ যোগাতে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ নিজেই কাস্তে হাতে নিয়ে ধান কাটতে লেগে যান। 

এসময় তার সফরসঙ্গি সিংড়া উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু, নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম, নেজারত ডেপুটি কালেক্টরেট জাকির মুন্সী এবং জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার এবং উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেনসহ উপস্থিত কৃষি কর্মকর্তারাও কাস্তে হাতে ধান কাটতে জমিতে নেমে পড়েন। প্রায় আধাঘন্টা সময় তারা কাস্তে হাতে জমির বোরো ধান কাটেন। এই দৃশ্য দেখে স্থানীয়দের অনেকেই উৎসাহিত হয়ে নিজেদের উদ্দোগে মাঠে নেমে ধান কাটায় অংশ নেন। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পরে সরকারের ভূর্তকি মূল্যে ক্রয় করা কম্বাইন হারভেস্টার দিয়ে কৃষকের ধান কাটা পরিদর্শন করেন।

জেলা প্রশাসক মো: শাহরিয়াজ বলেন, চলনবিলের কৃষকদের ধান ঘরে তুলতে ৩ জেলার জেলা প্রশাসক এবং কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলে শ্রমিকদের চলনবিলে আনার ব্যবস্থা করা হয়েছে। সে সব শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করে তাদের ধান কাটতে দেয়া হচ্ছে। আমরা আশা করছি সময়মতো চলনবিলের কৃষকরা তাদের ধান ঘরে তুলতে পারবে।
উল্লেখ্য. চলতি বোরো মৌসুমে নাটোর জেলায় ৫৭হাজার ৭০হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। এরমধ্যে সিংড়া উপজেলার চলনবিলে ৩৮হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে।

আরকে//