ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

মুক্তমনা মানুষের জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে কাজ করা উচিতঃ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ০৩:২৯ পিএম, ১১ মার্চ ২০১৬ শুক্রবার | আপডেট: ০৩:২৯ পিএম, ১১ মার্চ ২০১৬ শুক্রবার

obaydul haqueপ্রয়াত ওয়াহিদুল হকের মতো মুক্তমনা মানুষ বেঁচে থাকেন তার কাজে আর সেই লক্ষে সবাইকে তার জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে কাজ করা উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে কন্ঠশীলন আয়োজিত দু’দিনব্যাপি ওয়াহিদুল গণি স্মারণিক মিলোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় বক্তারা প্রয়াত ওয়াহিদুল গণির জীবন নিয়ে স্মৃতিচারণ করেন। দু’দিনব্যাপি এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন  অঞ্চলের শিল্পীদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও সংগঠনটির অভিজ্ঞানপত্র বিতরনের কথা রয়েছে। ১৬ ই মার্চ মহান এই ব্যাক্তির জন্মদিনকে কেন্দ্র করেই এই উদ্যোগ।