করোনায় আক্রান্ত খুমেক চিকিৎসক মুগদা হাসপাতালে ভর্তি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৫২ পিএম, ২৩ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
করোনা ভাইরাসে আক্রান্ত খুলনা মেডিকেল কলেজের (খুমেক) চিকিৎসক ডা. মাসুদ হাসানকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে। তাকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বৃহস্পতিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান নিশ্চিত করেছেন।
রাশেদুল আলম খান জানান, মাসুদ আহমেদকে নিয়ে বিমান বাহিনীর হেলিকপ্টার ঢাকায় পৌঁছেছে। তাকে তেজগাঁও এয়ারপোর্ট থেকে মুগদা হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, চলতি মাসের ১৮ তারিখে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইউরোলোজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাসুদ হাসান। তিনি খুলনা জেলায় দ্বিতীয় করোনা পজিটিভ রোগী। এর আগে গত ১৩ এপ্রিল খুলনায় আজিজুর রহমান নামে একজন করোনা পজিটিভ শনাক্ত হন।
এর আগে গত ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হন সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন। ঢাকা কুর্মিটোলা হাসপাতালে গত ১৫ এপ্রিল তার মৃত্য হয়।
এমএস/এসি