ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

গণপরিবহন কি চালু হবে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:০০ পিএম, ২৪ এপ্রিল ২০২০ শুক্রবার | আপডেট: ০৪:৫৪ পিএম, ২৪ এপ্রিল ২০২০ শুক্রবার

দেশের করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়ায় সাধারণ ছুটি ৫ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই প্রজ্ঞাপন জারি করা হয়।

এবারের ছুটির সঙ্গে নতুন কিছু নির্দেশনা জারি করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, দীর্ঘমেয়াদি ছুটির কারণে সাধারণ মানুষ বিশেষ করে নিম্নআয়ের লোকজন সমস্যায় রয়েছেন।

এ বিষয়টি মাথায় রেখে এবারের ছুটির প্রজ্ঞাপনে উৎপাদনমুখী শিল্প কারখানাগুলো খুলে দেয়াসহ জনসাধারণের সুবিধার কথা মাথায় রেখে গণপরিবহন উন্মুক্ত করা হবে।

পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে শিল্প-কারখানা, কৃষি এবং উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো ও গণপরিবহন পর্যায়ক্রমে চালু করা হবে।

ছুটিকালীন কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না। এছাড়া জরুরি কাজের সাথে সম্পৃক্ত অফিসসমূহ খোলা রাখা যাবে।

স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জাতীয় কমিটি এর আগে আরও সাতদিন সাধারণ ছুটি বাড়ানোর প্রস্তাব করে সরকার প্রধানের কাছে পাঠিয়েছিল।

করোনাভাইরাসের কারণে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। ছুটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। এরপর চতুর্থ দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। এবার পরিস্থিতি বিবেচনায় নিয়ে পঞ্চম দফায় ছুটি বাড়ল।

এমবি//