ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ছাত্রলীগকে সাথে নিয়ে ধান কেটে দিল ইউপি চেয়ারম্যান 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:০২ পিএম, ২৫ এপ্রিল ২০২০ শনিবার

হাওরবেষ্টিত নাসিরনগরে করোনাভাইরাসের প্রভাবে বিপাকে পড়েছে সাধারণ কৃষক। জমিতে পাকা ধান আর কর্মহীন হওয়ায় সংসার চালাতে কষ্ট হচ্ছে কৃষকদের। এ অবস্থায় ক্ষেতের ধান কেটে আনা অসম্ভব হয়ে পড়েছে। এক কৃষকের অসহায়ত্বের কথা জানতে পেরে তাঁর জমির ধান কেটে দিয়েছে ইউপি চেয়ারম্যান রুবেল মিয়া।

শনিবার ২৫ এপ্রিল সকাল থেকে বিকাল পর্যন্ত ভলাকুট ইউনিয়নের সীমারবন হাওরে চেয়ারম্যান রুবেল মিয়া ছাত্রলীগের কয়েকজন কর্মী নিয়ে বিপাকে পড়া কৃষকের ধান কাটার কাজ শুরু করেন। পরে ওই ধান কৃষকের বাড়ি পৌঁছে দেন তিনি।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নূল মিয়া একজন দরিদ্র মানুষ। অন্যের জমিতে কাজ করে খায়। এবছর দেড় বিঘা জমিতে সে ধান চাষ করেছে। কিন্তু টাকা না থাকায় পাকা ধান কাটতে পারছিল না। সে খবরটি ইউপি চেয়ারম্যান জানতে পেরে ১৫ জন ছাত্রলীগ কর্মী নিয়ে কৃষক নূর মিয়ার ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়। তাঁর ধান কেটে দেয়া খুশি এলাকার অন্য কৃষকরাও।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুবেল মিয়া বলেন, ভোটের সময় আমি কথা দিয়েছিলাম জনগণের সুখে-দুঃখে পাশে থাকব। আজ মানুষের কষ্টের দিন তাই তাদের পাশে থাকা আমার নির্বাচনী অঙ্গীকার পালন করছি।
 
উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মমিনুল হক জানান, ভলাকুট ইউনিয়নে এ বছর ২১ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। পরিবেশ অনুকূলে থাকায় এ বছর ধানের বাম্পার ফলন হবে।
কেআই/