তিন মাসের বেতনের টাকা দান করলেন আশরাফুল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:০৯ এএম, ২৮ এপ্রিল ২০২০ মঙ্গলবার | আপডেট: ১১:১৩ এএম, ২৮ এপ্রিল ২০২০ মঙ্গলবার
বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের কারণে ২০১৩ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তির বাইরে ছিলেন মোহাম্মদ আশরাফুল। তবে ২০১৮ সালে ফের ঘরোয়া ক্রিকেটে ফিরেন এবং বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। সেই সুবাদে প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে এবার বিসিবি থেকে তিন মাসের অগ্রিম বেতন পেয়েছেন তিনি। যে বেতনের পুরোটাই করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে দান করলেন আশরাফুল।
বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় সবারই এই কঠিন সময়ে এগিয়ে আসা উচিৎ। দেশের এমন মহামারি হয়েছে বলেই এমনটা করেছি। আমি বিসিবি থেকে আমার তিন মাসের বেতনের ৮৫ হাজার টাকা ইতোমধ্যেই দুস্থদের দান করে দিয়েছি। কারো মুখে যদি একটু হলেও হাসি ফোটে সেটা নিজের কাছেই ভালো লাগবে।’
অবশ্য এখানেই শেষ নয়। জানা গেছে, এমন দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে নিজের স্মারক ব্যাট নিলামে তুলবেন তিনি।
এসএ/