দীর্ঘ লকডাউনে তুরস্ক
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:১৬ পিএম, ২৮ এপ্রিল ২০২০ মঙ্গলবার
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় তুরস্কেও হু হু করে বাড়ছে করোনাক্রান্তের সংখ্যা। এমন অবস্থায় আবার ভিন্ন পথে তুরস্ক। অন্যান্য দেশ পুরোপুরি লকডাউন করলেও সপ্তাহে চার দিন লকডাউন চালুর ঘোষণা দিয়েছে দেশটি।
তুরস্কের ৩১টি শহরে আগামী ১ মে থেকে নতুন বিধি কার্যকর করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। যা আগামী ঈদুল ফিতর পরবর্তী ছুটির দিন পর্যন্ত বহাল থাকবে।
সোমবার (২৬ এপ্রিল) কেবিনেট মিটিংয়ের পর এক ভিডিও বার্তায় এরদোগান এ ঘোষণা দেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। এসময় তুরস্কে করোনায় মৃতের হার নিয়ন্ত্রণে রাখতে পারায় চিকিৎসকদের ধন্যবাদ জানান তিনি।
প্রতিবেদনে বলা হয়, আংশিক লকডাইন চললেও এবার সপ্তাহের চারদিন পুরোপুরি লকডাউন জারি থাকবে তুরস্কে। যা রমজানের শুরু থেকে শেষ অবধি বলবৎ থাকবে।
এরদোগান বলেন, ‘বৈশ্বিক করোনা ভাইরাসের চলমান সংকটাবস্থা তা এ আইন মেনে চলতে হবে। এসময় কিছুটা কষ্ট হলেও ভাইরাসমুক্ত হলে দ্বিগুণ আনন্দ হবে বলে আশা করা হচ্ছে।’
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘রমজানেই প্রায় ডজন খানেক দেশ থেকে প্রায় ২৫ হাজার নাগরিককে ফিরিয়ে আনা হচ্ছে। ইতিমধ্যে চলমান অস্থিতিশীল অবস্থার মধ্যদিয়েই ৪০ হাজার তুর্কিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।’
তুরস্কের স্বাস্থ্যমন্ত্রণালয়ের সূত্রমতে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ হাজার ১৩১ জন করোনার শিকার হয়েছেন। এতে করে মোট আক্রান্ত বেড়ে ১২ হাজার ছাড়িয়েছে। অপরদিকে, গত একদিনে আরও ৯৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এরদোগানের দেশে প্রাণহানি ২ হাজার ৯শ জনে ঠেকেছে। আর সুস্থ হয়েছেন আরও ৩৩ হাজার ৭৯১ জন।
এরদোগান বলেন, ‘আক্রান্তের তুলনায় মৃতের সংখ্যা এখনো নিয়ন্ত্রণে রাখতে পেরেছি আমরা। যা আমাদের জন্য অনেকটা ইতিবাচক দিক।
এআই/