ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ভারতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:০৫ পিএম, ২৮ এপ্রিল ২০২০ মঙ্গলবার

মাহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে পাশ্ববর্তী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ভারতের স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে ২৪ ঘণ্টায় ৬২ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৩৪। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৪৩ জন। ফলে দেশে আক্রান্তের সংখ্যা এখন ২৯ হাজার ৪৩৫।

মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেখানে ৮ হাজার ৫৯০ জন আক্রান্ত। মৃত্যু হয়েছে ৩৬৯ জনের। আক্রান্তের সংখ্যার বিচারে মহারাষ্ট্রের ধারে কাছে অন্য কোনও রাজ্য নেই। তবে আক্রান্ত দু-তিন হাজার ছাড়িয়ে গিয়েছে অনেক রাজ্যেই। গুজরাটে আক্রান্ত ৩ হাজার ৫৪৮ জন। দিল্লিতে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ১০৮ জন। মধ্যপ্রদেশে ২ হাজার ১৬৮ জন করোনায় আক্রান্ত। উত্তরপ্রদেশে আক্রান্ত ১ হাজার ৯৫৫ জন।অন্ধ্রপ্রদেশে ১ হাজার ১৮৩ জন সংক্রমিত হয়েছেন। সারা দেশে এখনও পর্যন্ত ৬ হাজার ৮৬৯ জন সুস্থ হয়ে উঠেছেন।

ভারতের বিভিন্ন রাজ্যের করোনা পরিস্থিতি, লকডাউন-সহ একাধিক বিষয় নিয়ে সোমবারই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি ইঙ্গিত দেন, ৩ মে-র পরেও দেশের অধিকাংশ জায়গায় লকডাউন চলবে।

এমবি//